জুড়ীতে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

November 5, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জাঙ্গীরাই সেন্ট্রাল জেনারেল হাসপাতালের পশ্চিম পার্শ্বের বারিক মিয়ার বাড়িতে ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বড়লেখা ও কুলাউড়া ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সুত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে বারিক মিয়ার বসত বাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে মূল্যবান জিনিসপত্র পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে বড়লেখা ও কুলাউড়া ফায়ার স্টেশনের দমকল বাহিনী স্থানীয় জনসাধারনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের প্রচেষ্টায় পার্শ্ববর্তী বাড়িঘরগুলো রক্ষা পেলেও বারিক মিয়ার বসতবাড়ি সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব না পাওয়া গেলেও ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com