জুড়ীতে আরও ৫ জন করোনা পজেটিভ

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় আরও ৫ একজন করোনা পজিটিভ বলে জানা গেছে। ২১ মে ২০২০ বৃহস্পতিবার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চায়না আক্তার, পিতা হরমুজ আলী গ্রাম -বড়বাজু ইছাপুর, থানা কালিহাতী জেলা টাংগাইল, শাহনাজ পারভীন পিতা মোঃ আবুল হাসেম, গ্রাম- টাঙ্গাইল ধনবাড়ী, জেলা টাংগাইল, স্মৃতি রানী মালাকার পিতা-মৃত কুমুদ মালাকার গ্রাম-আবদা, থানা-মৌলভীবাজার সদর, উপরোক্ত ব্যক্তিগণ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন এবং রুমা হাসপাতালের আয়া জুড়ী উপজেলায়।
এদিকে গত ১৬ মে শনিবার থেকে চিকিৎসাধীন।
২১ মে বৃহস্পতিবার তার করোনা পজিটিভ বলে ডাক্তাররা পরিবারকে জানিয়েছেন। তবে ৫ ঘন্টা অতিবাহিত হলেও তাকে আইসোলেশনে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার সাথে থাকা পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক। পরিবার সূত্রে জানা যায়, গত ১১ মে জুড়ীর জালালপুর গ্রামের বাসিন্দা (৩৬) কিডনি জনিত সমস্যায় রাগিব আলী হাসপাতালে ভর্তি হন।তারপরও সেখান থেকে গত ১৬মে তাকে করোনার জন্য স্থাপিত সিলেটের শামসউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আজ ৫ দিন পর তার রিপোর্টে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। রোগীর সাথে থাকা ভাতিজা আব্দুর রাজ্জাক (২৪) বলেন, আমাদের কে মৌখিক ভাবে জানানো হয়েছে চাচার করোনা পজিটিভ। গতকাল বুধবার উনাকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। আমরা পিপিই পড়েছি, তিনি ও আমাদের সাথে আছেন।
জুড়ী উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, ৫জন করোনা পজিটিভ পাওয়া গেছে, তার মধ্যে একজন রোগী আগে সিলেটে ভর্তি আছেন সেহেতু আমাদের কাছে কোন টেস্ট করাননি।
মন্তব্য করুন