জুড়ীতে ঈদ সামগ্রী দিলেন জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা

May 19, 2020,

জুড়ী প্রতিনিধি॥  সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের পক্ষ থেকে প্রায় ১১০০ মানুষকে ঈদ সামগ্রী দিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। ১৮ মে  সোমবার দুপুরে গ্রায় ৫০০ মানুষকে প্রথমে  দূরত্ব বজায় রেখে স্থানীয় মক্তদীর উচ্চ বিদ্যালয় মাঠে এ সামগ্রী বিতরন করেন। বাকি ৬০০ প্যাকেট ও দূরত্ব বজায় রেখে বিতরন করা হবে।

 এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, দূর্নীতি দমন কমিশন জুড়ীর সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমন, মুজাহিদুল ইসলাম জয়দুল প্রমুখ

ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, আমার পরিবারের বেশির ভাগ প্রবাসী, আমিও যুক্তরাজ্য প্রবাসী ছিলাম। পরিবারের সকলের উদ্যোগে জায়ফর নগর ইউনিয়নের প্রায় ১১০০ মানুষকে ঈদ সামগ্রী দিয়েছি। ব্যক্তিগত ভাবে করোনা মহামারির শুরু থেকে এখন পযন্ত সাধ্যমত মানুষকে সহযোগিতা করে আসছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com