জুড়ীতে এএসপি হামিদুর রহমানের বিদায় সংবর্ধনা ও নতুন ওসি জালাল উদ্দিনের যোগদান
July 27, 2016,
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম সম্প্রতি সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় ২৫ জুলাই সোমবার বেলা ২টায় জুড়ী থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের আয়োজনে তাঁকে এক বিদায় সংবর্ধনা ও জুড়ী থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের যোগদান উপলক্ষে তাঁকেও সংবর্ধনা প্রদান করা হয়। জুড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ শামছুল আলমের সভাপতিত্বে এবং উপ-পুলিশ পরিদর্শক ইব্রাহীম আলী খান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার নতুন অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহীন মিয়া, সহকারী উপ- পুলিশ পরিদর্শক ফাত্তা, পুলিশ সদস্য হারুন মিয়া প্রমুখ।
মন্তব্য করুন