জুড়ীতে পূবালী সিনেমা হল পূনরায় চালু না করার প্রতিবাদে সভা ও স্বারকলিপি প্রদান

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জায়ফনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারের পূবালী সিনেমা হল পুনরায় চালু হওয়ার সংবাদ পেয়ে উপজেলা আনজুমানে তালামীযে ইসলামীয়ার আয়োজনে প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় কামিনীগঞ্জ বাজারস্থ চেয়ারম্যান হাজী মাছুম রেজার কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলার প্রাণকেন্দ্র এবং ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র কামিনীগঞ্জ লামাবাজারের দুইটি বৃহৎ জামে মসজিদ অবস্থিত এবং পুরাতন একটি মসজিদ পুর্ণনির্মান করা হয়েছে অচিরেই উদ্ভোধন হওয়ার পথে ইতিপূর্বে ঐ মসজিদের ৫০ ফুট পাশে একটি সিনেমা হল ছিল। ঐ সিনেমা হল চালু থাকা অবস্থায় সিনেমাকে কেন্দ্র করে মদ, গাজা ও পতিতাবৃত্তি সহ অসামাজিক কার্যক্রম সংগঠিত হত। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ মাদ্রাসায় না গিয়ে সিনেমা হলে চলে আসতো। এর কারনে টাকার প্রয়োজনে ছোট বড় চুরির ঘটনা প্রায়ই হত। প্রায় ৫ বছর পূর্বে গভীর রাতে সিনেমা হলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ভূমিকায় বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠানসহ কোটি কোটি টাকার সম্পদ রক্ষা পায়। এ ঘটনার পরে সিনেমা হলটি বন্ধ করে দেওয়া হলে সম্প্রতি সেটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা চালু হলে আগের মত অসমাজিক কাজ, চুরি, ছিনতাই, মদ, গাজা, পতিতাবৃত্তিসহ আইন শৃংখলার চরম অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে প্রতিবাদ জানান। প্রতিবাদ সভা ও স্বারকলিখি প্রদান করেন উপজেলা আনজুমানে তালামীযে ইসলামীয়ার সভাপতি এম এ মখসুদ জুনেদ বলেন তারপরও যদি ঐ সিনেমা হল চালু হয় আগামীতে কটুর কর্মসূচী হাতে নেওয়া হবে। প্রতিবাদ সভায় জায়ফনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম সভাপতিত্বে ও জুড়ী উপজেলা তালামীযের সভাপতি এম এ মকসুদ জুনেদের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দীন, অর্থ সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ আলী লুজু, জুড়ী উপজেলঅ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী নিউজ এর নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, জুড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম আহমদ, তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আইনুদ্দীন আলী, সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আরিফ, প্রচার সম্পাদক হাফিজ জামাদুল ইসলাম, হাযরত শাহ খাকী (রহ.) ইসলামিয়া সিনিয়র মাদরাসার সভাপতি মিজানুর রহমান পাবেল, শহর শাখার আহবায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহবায়ক হাফিজ জায়েদ আহমদ সদস্য সচিব জায়েদ আহমদ, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি আবু সাঈদ শরীফ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জুড়ী সরকারি কলেজ শাখার দায়িত্বশীল জামাল আহমদ, আব্দুর রাজ্জাক সুমন, সদস্য তারেকুল ইসলাম, ফখরুল ইসলাম, খাইরুল ইসলাম, শামছুল ইসলাম, এমরান আহমদ প্রমুখ। সভা শেষে হাজী মাছুম রেজার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান কাছে স্বারকলিপি প্রদান করেন জুড়ী উপজেলা আনজুমানে তালামীযে ইসলামীয়া।
মন্তব্য করুন