জুড়ীতে পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ভোধন
কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলার ২ নং পূর্ব জুড়ী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ভোধন করা হয়েছে।
২৫ নভেম্বর শুক্রবার ৫ টায় ছোট ধামাই উচ্চ বিদ্যালয় মাঠে নিতাই নন্দ শর্ম্মা’র সভাপতিত্বে ও পূর্ব জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বদরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী শফিক আহমদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এড. আব্দুল খালিক সোনা, পূর্বজুড়ী আওয়ামলীগের সভাপতি আদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির আলম, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন কালা, যুবলীগ নেতা মামুনুর রশিদ সাজু, অটল কৃষাণ সিংহ সিবেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহেষ দাস, বিশ্বজিৎ দত্ত, রহমত আলী, মারুফ খান, আব্দুল লতিফ প্রমুখ। এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী।
মন্তব্য করুন