জুড়ীতে পোল্ট্রি ফার্মে হামলার ঘটনায় যুবলীগ নেতার পর জামায়াত নেতা গ্রেপ্তার

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার স্টেশন রোডস্থ লুৎফুর রহমান সিরাজীর বাসা থেকে পোল্ট্রি খামার ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার আসামী আহমদ আলী (৪৫)’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ১৯ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসার সামনে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আহমদ আলী লুৎফুর রহমানের মালিকানাধীন মার্কেটের দোতালায় আত্মগোপন করে। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১লা মে রাতে জামায়াত নেতা আহমদ আলী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি রাধা কান্ত দাশসহ ১০/১৫ জনের একদল সন্ত্রাসী তার প্রতিবেশী পশ্চিম আমতৈল গ্রামের দীনবন্ধু সেনের ‘বন্ধু পোল্ট্রি ফার্ম’ ভাংচুর ও লুটপাট করে।
৩১ মে রাতে আড়াই হাজার লেয়ার মুরগীসহ ওই ফার্মটি আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। এ ঘটনায় দীনবন্ধু সেন বাদী হয়ে জুড়ী থানায় দুটি মামলা দায়ের করেন। জামায়াত নেতা ও যুবলীগ নেতা সহ আরও কয়েক জনের বিরুদ্ধে, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার অভিযোগে জুড়ী থানায় আরো ৫টি মামলা রয়েছে। ইতিমধ্যে পুলিশ আসামী যুবলীগ সভাপতি রাধা কান্ত দাশকে গ্রেফতার করে। জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন