জুড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন

আল আমিন আহমদ॥ জুড়ীর পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমানের বিরুদ্ধে অভিভাবকদের লিখিত অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন ২২ আগষ্ট রবিবার সকাল ১১টা থেকে বিদ্যালয়ে তদন্ত করেন।
জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমান এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলআপে অতিরিক্ত টাকা নেন। এ বিষয়ে অভিভাবকবৃন্দ গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একাডেমিক সুপারভাইজারকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। দায়িত্ব পেয়ে রবিবার তিনি সরেজমিন তদন্তে যান। তদন্তকালে অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার উপস্থিতিতে অভিভাবকরা তাদের বক্তব্য প্রদান করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস তদন্তে সহযোগিতা করেন।
অভিযুক্ত পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমান অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন- তদন্তে যা হয় হবে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন বলেন, উভয় পক্ষের লিখিত বক্তব্য নেয়া হয়েছে। সুপারিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট রিপোর্ট পেশ করবো।
মন্তব্য করুন