জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

August 15, 2021,

আল আমিন আহমদ॥ মৌলভীবাজারের জুড়ীতে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার ১৫ আগস্ট) শোকাবহ আগস্ট স্মরণে জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ দিন উদযাপন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য কেন্দ্রের সহযোগিতায় আলোচনা সভায়, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ও মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালেক, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, কৃষি অফিসার জসীম উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হাসিন আহমদ চৌধুরী, সমাজসেবা অফিসার রাকেশ পাল , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওমর ফারুক,জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তুোষ কুমার দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, মাধ্যমিক, ইউ.আর.সি আবু রায়হান,নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ, আনসার ভিডিভি কর্মকর্তা মো:আব্দুল মালিক, একটি বাড়ি একটি খামার উপজেলার সমন্বয়ক মো:হিরন মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুজাউদ্দৌলা,গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা,জুডী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহাবুদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com