জুড়ীতে বাছিরপুর রাস্তায় মরন ফাঁদ
May 7, 2016,
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামের রাস্তাটি যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। ১মাস যাবত বৃষ্টির কারনে মধ্য বাছিরপুর হইতে পশ্চিম বাছিরপুরের মূল রাস্তায় বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে এলাকার জনসাধারন ও যানবাহন একে বারে ঝুকি নিয়ে যাতায়ত করছে। যে কোন সময় এই রাস্তায় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
এতে যান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এবিষয়ে সরেজমিন ওই স্থানে গেলে, এলাকার জমির উদ্দিনসহ অনেকেই অভিযোগ করে বলেন, ৩১ মার্চ ইউপি নিবার্চনের আগে জন প্রতিনিধিরা উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দেন। নির্বাচন চলে যাওয়ার এক মাস অতিবাহিত হতে চলেছে কিন্তু এর মধ্যে রাস্তায় এতো বড় একটি গর্ত হয়ে আছে এখন যেনো দেখার কেউ নেই।
মন্তব্য করুন