জুড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ 

April 20, 2016,

জুড়ি প্রতিনিধি॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়æ শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ” কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল সোমবার দুপুরে জুড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিলেজ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ভিডিও) এর আয়োজনে ও জুড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্যাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.এস.এম ইবনুল হাসান ইভেন, জুড়ী টি.এন.খানম ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনজুরে আলম লাল, ৭১ নিউজ টিভির সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, দক্ষিন জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ভিলেজ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ভিডিও) এর নির্বাহী পরিচালক এম.এ.এইচ শাহীন।

বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে একদিনের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন আহমেদ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com