জুড়ীতে বিজিবির অভিযানে মদসহ একজন গ্রেফতার
May 7, 2016,
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তবর্তী রাঘনা বটুলী ১৮২৪ মেইন পিলার সংলগ্ন এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লুৎফুর (৩৫) কে গ্রেফতার করেছে।বিজিবি। ৫মে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের বিত্তিত্বে ৫২ ব্যাটালিয়ানের ফুলতলা বিজিবি ক্যাম্পের নায়েক ফিরোজ আহমদ, আইএনটি শাহীন আহমদ এর নেতৃত্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী লুৎফুরের বাড়ির ভেতর লোকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফুলতলা বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক জানান গ্রেফতার কৃত লুতফুরকে মদসহ জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন