জুড়ীতে বিজিবি’র পৃথক অভিযানে ৩ লাখ টাকার চোরাই কাঠ জব্দ
January 1, 2017,
আব্দুর রব॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) আওতাধীন জুড়ী বিওপি’র টহল দল ৩০ ডিসেম্বর শুক্রবার রাতে পৃথক অভিযানে ৩ লাখ টাকার অবৈধ চোরাই কাঠ জব্দ করেছে। চোরাকারবারীরা রিজার্ভ ফরেস্ট থেকে পিকআপযোগে কাঠগুলো পাচার করছিল। এব্যাপারে বন আইনে পৃথক মামলা হয়েছে।
বিজিবি সুত্রে জানা গেছে, জুড়ী বিওপি’র টহল কমান্ডার নায়েক আব্দুল আজিজের নেতৃত্বে শুক্রবার রাতে বিজিবি সদস্যরা রংগিরকুল ও ছোটধামাই নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ টাকার ১১০ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করে জব্দ করেন। পরে জব্দ কাঠগুলো গাজীপুর বনবিট ও জুড়ী রেঞ্জ অফিসে জমা দেয়া হয়েছে।
মন্তব্য করুন