জুড়ীতে বিদ্যালয়ের গাছ কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

August 31, 2016,

কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ীর আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজার টাকা মূল্যের বেলজাম গাছ কেটে দিলেন ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের দেয়াল মেরামতের জন্য ইউনিয়নের পক্ষ থেকে ২লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। সাটারিং কাজের জন্য উক্ত টাকা  থেকে ব্যয় না করে ইউপি চেয়ারম্যান কোন প্রকার নিলাম ছাড়াই বিদ্যালয়ের মাঠে থাকা বিরাট বেলজাম গাছ কেটে সাটারিং করার অনুমতি দেন। এ নিয়ে এলাকায় অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিরাট গাছের সাটারিং লাকড়ী বিদ্যালয়ে রাখা কিন্তু কে বা কারা গাছের নিচের অংশ (মূল) তুলে নিয়ে গেছে। গাছ কাটার কোন চিহ্ন পর্যন্ত নাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, সাটারিং লাকড়ীর জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে গাছ কাটা হয়েছে। সাটারিং লাকড়ী কাজ শেষে বিদ্যালয়ে রাখা হবে।
অভিযুক্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ মুঠোফোনে নিলাম ছাড়াই গাছ কাটার অনুমতি দেওয়ার কথা স্বীকার করেন। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই বলেন, নিলাম ছাড়া বিদ্যালয়ের গাছ কাটার কোন অনুমতি চেয়ারম্যান দিতে পারেন না। এটা আইন বহিভুর্ত। জেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা জানেন না। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com