জুড়ীতে বিরল প্রজাতির পান্ডা আটক
August 8, 2016,

জুড়ী প্রতিনিধি ॥ জুড়ীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বিরল প্রজাতির বন্য প্রাণী পান্ডা জনতার হাতে আটক হয়েছে। জানা যায়, ৫ আগষ্ট শুক্রবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কুনা গ্রামে একটি বিরল প্রজাতির বন্য প্রাণী দেখে আসপাশের লোকজনরা আটক করে রাখেন। খবর পেয়ে স্থানীয় রাঘনা বিট কর্মকর্তা নজরুল ইসলাম এবং তার স্টাফরা এসে আটক পান্ডাকে উদ্ধার করে নিয়ে যান। এ বিষয়ে রাঘনা বিট অফিসার নজরুল ইসলাম বলেন, বন্য প্রাণীটিকে ধলাই পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন