জুড়ীতে বুরো বাংলাদেশের ত্রাণ বিতরণ
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে কয়েক সপ্তাহের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে আগাম বন্যায় হাকালুকি হাওরের ২৮ হাজার হেক্টর বোরো ধানের ক্ষতি সাধিত হয়েছে। যার ফলে এ অঞ্চলের কৃষকরা সব হারিয়ে এখন অসহায় অবস্থায় পথে নেমেছে। এমতাবস্থায় বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) বুরো বাংলাদেশ কৃষকের পাশে দাড়িয়েছে। দুইদিন ব্যাপী ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
এদিকে গতকাল সকালে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ ভবনের সম্মুখে ২য় দফায় ক্ষতিগ্রস্থ এক হাজার কৃষকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বুরো বাংলাদেশ জুড়ী শাখা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, বুরো বাংলাদেশ এর পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জুড়ী টাইমস এর সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, বুরো বাংলাদেশ এর সমন্বয়কারী সাঈদ আহমদ খান, খন্দকার মোখলেছুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আওলাদ হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. আমিনুল হক, শাখা ব্যবস্থাপক মো. আতাহার হোসেন প্রমূখ।
মন্তব্য করুন