জুড়ীতে ব্যবসায়ীর ২ লক্ষ টাকা ছিনতাই

September 26, 2020,

জুড়ী প্রতিনিধি॥  জুড়ীতে এক ব্যবসায়ীর দুই লক্ষ টাকা, ৯টি মোবাইল ও ১টি ট্যাব ছিনতাই হয়েছে।

ঘটনাটি ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে দশটায় উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারস্থ কলেজ রোডে ঘটেছে।

ঘটনার শিকার ভবানীগঞ্জ বাজারস্থ ডাকবাংলো এলাকার বাসিন্দা, জুড়ী নিউ মার্কেটের ব্যবসায়ী উজ্জ¦ল ষ্টেশনার্সের মালিক আবুল ফজল জানান, প্রতিদিনের মত শুক্রবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় তাঁর হাতে একটি কাপড়ের ব্যাগে প্রায় দুইলাখ টাকা, বিকাশ ও লোডের ৯টি মোবাইল এবং একটি ট্যাব ছিল। জুড়ী ভেলী ক্লাবের সামনে যাবার পর পিছন থেকে আসা একটি সিএনজি অটো রিকসা থেকে কে বা কাহারা হাতের ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, এ এলাকায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা থাকলে সব গুলো বন্ধ রয়েছে। ঘটনাটি রাতেই জুড়ী থানায় অবগত করা হয়েছে এবং জিডির প্রস্তুতি চলছে।জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com