জুড়ীতে ব্যাপক প্রস্তুতি ৯ মার্চ আসছেন তাহেরী

March 6, 2021,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় পশ্চিম বিশ্বনাথপুর জামে মসজিদ ও রাহে মদিনা সোসাইটি জুড়ী’র যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপি ১২তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ৯ মার্চ আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কোরআন, বর্তমান সময়ের আলোচিত বক্তা আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী আত্ব তাহেরী।
৮ এবং ৯ মার্চ উপজেলার পশ্চিম বিশ্বনাথপুর জামে মসজিদ ও রাহে মদিনা সোসাইটি জুড়ী’র যৌথ উদ্যোগে প্রথম দিনের তাফসির মাহফিলে প্রধান অতিথি থাকবেন ঢাকার লালশান শাহী জামে মসজিদের খতিব ড. মাওলানা আব্দুল মুবিন সিরাজী এবং ৯ মার্চ ২য় দিনের প্রধান অতিথি থাকবেন ব্রাক্ষনবাড়িয়ার চাপুইর দরবার শরীফের আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী আত্ব তাহেরী।
রাহে মদিনা ইসলামিক সোসাইটির সভাপতি কামরুল ইসলাম খেদই ও সাধারন সম্পাদক আাব্দুল মুহিত জানান, ৮ বছর থেকে আমরা এলাকার সকলের সহযোগিতা নিয়ে তাফসির মাহফিল করে আসছি, এর আগে দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী হুজুর, ড.মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী হুজুর সহ অনেক আলেমরা তাফসীর করেছেন এই মাঠে। প্যান্ডেল বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে, আমাদের সংগঠন সহ এলাকার প্রায় ১৫০জন যুবক সেচ্ছাসেবক হিসেবে এই মাহফিলে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com