জুড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
৪ অক্টোবর রবিবার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে সাবেক ইউপি সদস্য মজহর আলী মদন সাহেবের বাড়িস্থ স্থানীয় টীকাদান কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. প্রিয়জ্যোতি ঘোষ অনীক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপ স্বাস্থ্য পরিদর্শক রতিশ চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, এফ ডব্লিউএ সাথী রাণী চন্দ, স্বাস্থ্য সহকারী পান্না বিশ্বাস, রহিমা বেগম, সাবেক ইউপি সদস্য মজহর আলী মদন প্রমূখ।
মন্তব্য করুন