জুড়ীতে ভুল চিকিৎসায় মা ও শিশুর মৃত্যুর অভিযোগ

কুলাউড়া অফিস॥ জুড়ীতে এক প্রাইভেট সিএইচবিএ কর্তৃক ভুল চিকিৎসায় মা ও শিশুর মৃত্যু অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে জুড়ী সদরের জাঙ্গীরাই গ্রামের হামিদ আলীর পুত্র প্রবাসী ইউছুফ আলীর স্ত্রী তাসলিমা আক্তার (২০) এর প্রসব ব্যাথা শুরু হলে স্থানীয় প্রাইভেট সিএইচবিএ জুলেখা বেগমের বাসায় নিয়ে যায়। এসময় জুলেখা তার চিকিৎসা শুরু করে। টানা কয়েক ঘন্টা চিকিৎসার পর এক পর্যায়ে একটি মৃত শিশু জন্ম গ্রহন করে। মৃত শিশু জন্ম গ্রহনের কিছুক্ষন পর প্রসূতীও মৃত্যুবরণ করে। জুলেখা বেগমের বাসায় প্রসূতী তাসলিমা আক্তারের মৃত্যুর পর তাড়া-হুড়ো করে প্রসূতী অজ্ঞান হয়েছে বলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এসময় প্রসূতীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে প্রসূতীর স্বজনরা জানায়।
এবিষয়ে সিএইচবিএ জুলেখা বলেন, শিশুটির মৃত্যুর খবর জানার পর প্রসূতী স্ট্রোক করতে পারে। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মহি উদ্দিন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন