জুড়ীতে রাজহাঁস ক্রয় করে বাড়ী ফেরা হলোনা বৃদ্ধের

আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার থেকে রাজহাঁস কিনে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ কুটি মিয়ার। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে জুড়ী পোষ্ট অফিস রোডে হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের রফিনগর গ্রামের মৃত নেওয়ার আলীর ছেলে। ধারণা করা হচ্ছে হার্ট এ্যাটাকে তিনি মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে দুপুরে স্বজনদের নিকট হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জুড়ী বাজার থেকে দুইটি রাজহাঁস কিনে বাড়ি ফেরার পথে জুড়ী পোষ্ট অফিস রোডের নাহার ফার্মেসীর সম্মুখে মৃত্যুর কোলে ঢলে পড়েন ষাটোর্ধ বৃদ্ধ কুটি মিয়া। বাড়ি ফেরার জন্য তিনি অটোরিকশার অপেক্ষা করছিলেন। কুটি মিয়া হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে কেনা হাঁসগুলো অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকে।
জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ সনাক্ত করে। তাদের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পুলিশ স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেছে।
মন্তব্য করুন