জুড়ীতে ষ্টার টিভি ক্যাবল নেটওয়ার্কের কর্মচারিদের উপর হামলা : আহত ১

June 28, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় ব্যবসায়ীক পূর্ব শত্রুতার জের দরে হামলায় ষ্টার টিভি ক্যাবল নেটওয়ার্ক এর ১ কর্মচারি আহত হয়েছে। ঘটনাটি ২৭ জুন সোমবার সকালে জুড়ী উপজেলা সদরের স্টেশন রোডে ঘটছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৭ টায় চোর চক্র ষ্টার টিভি নেটওয়ার্কের স্টেশন রোডের ফাইবার ক্যাবল এর সংযোগ ক্যাটে তার নিয়ে যায়। গ্রাহকরা ডিস এর চ্যানেল না দেখতে পেয়ে অফিসে ফোন করে। ফোন পেয়ে অফিস কর্মচারি চন্দন (২৭) আরোও চার সহযোগি নিয়ে ক্যাটে নেওয়া সংযোগ লাইন মেরামত করার সময় প্রতিপক্ষ ক্যাবল (ডিস) ব্যবসায়ী সাওন ডিস লাইন মেরামতের বাধা সৃষ্টি করে। চন্দন কোন কিছু বুজে উঠার আগেই তাদের কে মারধর শুরু করে। এতে চন্দন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ষ্টার টিভি ক্যাবল নেটওয়ার্কের প্রতিষ্টাতা কানু দে ঘটনাস্থলে গেলে সাওন দ্রুত বাসায় চলে যায়। পরে আহত চন্দনকে কুলাউড়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এবিষয়ে জুড়ী থানায় সাওন এর বিরোধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com