জুড়ীতে সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল

July 31, 2016,

জুড়ী প্রতিনিধি॥ “হটাও জঙ্গি বাচাঁও দেশ-শেখ হাসিনার নির্দেশ যুব-ছাত্র সমাজ দিচ্ছে ডাক-জঙ্গিবাদ নিপাত যাক” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জুড়ী উপজেলায় সচেতন যুব ও ছাত্র সমাজের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুত্রুবার সন্ধ্যা ৭ টায় এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কামিনীগঞ্জ বাজারের বিজিবি ক্যাম্পের সম্মূখে এসে এক পথসভায় মিলিত হয়। এসময় সচেতন যুব ও ছাত্র সমাজের আহবায়ক মহেষ দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তাজু উদ্দিন আহমদের পরিচালনায় ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাহবুবুল ইসলাম কাজল, আব্দুল লতিফ, আতিকুর রহমান, শ্রমিক নেতা তজমুল আলী তজই, প্রবাসী যুবলীগ নেতা আমির হোসেন আমু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম খুকু, সচেতন যুব ও ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী জাহাঙ্গির, সাবেক সভাপতি জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন সামছু, নাজমুল ইসলাম তোহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com