জুড়ীতে সাংবাদিক কল্যাণ পরিষদের জঙ্গি বিরোধী মানববন্ধন

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে “প্রিয় স্বদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত চাই” এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলার পোস্ট অফিস রোড বিজিবি ক্যাম্প চত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট সোমবার ১১ টায় মানববন্ধনে জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের পরিচালানায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ নাছির উল্লাহ খান, ভাইস চেয়ানম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম-আহবায়ক বদরুল হোসেন, হাজী শফিক আহমদ, টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ দাস, উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল, ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, শাহাব উদ্দিন লেমন, ফয়াজ আলী, শ্রীকান্ত দাস, সাবেক ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছহাক আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, জাহাঙ্গীর আলম, কামিনীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিক আহমদ, যুবলীগ সভাপতি আব্দুল খালিক সোনা, সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আদর উদ্দিন, ছাত্রলীগ নেতা জুয়েল রানা, আব্দুল মতিন, জুড়ী থানার পুলিশ, বিজিবি, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীসহ কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী, সকল পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্ঠা প্রভাষক মোঃ বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, হারিস মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি নাজিম উদ্দিন মানিক, এম রাজু আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ, অর্থ ও দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, তথ্য ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান পলাশ, সদস্য কল্যাণ প্রসূণ চম্পু, শাহ আলম, আবু ইউসূফ, সাংবাদিক কামরুল হাসান নোমান, বেলাল হোসাইন প্রমুখ ।
মন্তব্য করুন