জুড়ীতে হুইপ শাহাব উদ্দিন এমপি কে সংবর্ধনা প্রদান

জুড়ী প্রতিনিধি॥ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও প্রতিষ্ঠান জাতীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ এর গভর্ণিং গডি’র সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় তৈয়বুন্নেছা খানম কাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রধান গোলাম রব্বানি’র পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সংবর্ধীত প্রধান অতিথি আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফরহাদ আহমদ । এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বদরুল হোসেন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মাহবুব মুজিব, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আয়াজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামছুল ইসলাম, জুড়ী উপজেলা সংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি তাজুল ইসলাম, এপিএস কবিরুজ্জামান চৌধুরী, ছাত্রনেতা আব্দুল হান্নান, ফয়ছল আহমদ, শাহাব উদ্দিন সাবেল, কামাল হাসান নোমান, রিয়াজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন, শেখরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন