জুড়ীতে ১ অক্টোবর আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

September 19, 2022,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় আগামী ১ অক্টোবর সোমবার জুড়ীর ‘‘মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে’’ অনুস্টিত হবে একদিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা।
সকাল ১০টায় খেলা শুরু হয়ে বিকাল ৬টায় পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। জুড়ী উপজেলায় এই প্রথম বারের মতো অনুষ্টিতব্য আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ১ম পুরস্কার: ৬০০০/-টাকা, ২য় পুরস্কার: ৪০০০/-টাকা, ৩য় পুরস্কার: ৩০০০/-টাকা, ৪র্থ পুরস্কার: ২০০০/-টাকা, ৫ম পুরস্কার: ২০০০/-টাকা, ৬ষ্ট পুরস্কার: ১০০০/-টাকা, ৭ম পুরস্কার: ১০০০/-টাকা, ৮ম পুরস্কার: ১০০০/-টাকা, ৯ম পুরস্কার: ১০০০/-টাকা, ১০ম পুরস্কার: ১০০০/-টাকা।
এন্ট্রি ফি-৩০০/-টাকা দিয়ে যারা রেজিস্ট্রেশন করবে তাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। দ্রুত নাম তালিকা ভুক্তির জন্য নিম্ন মোবাইল নাম্বারে-এম. মছব্বির আলী-০১৭১৫-০৪৫৬৬৪/ ওয়াজিল মেহেদী-০১৭৬৭-৫৪৭২৩৭/ সিরাজুল ইসলাম-০১৭১২-৩০৩৫১৫/দেলোয়ার হোসেন সাহেদ-০১৭২৪-৭৫৪২৭৪/হারিস মোহাম্মদ-০১৭২৪-৬৮৭৭৪৩ যোগাযোগ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com