জুড়ীতে ২৮ বোতল ভারতীয় মদ আটক
May 2, 2016,
জুড়ী প্রতিনিধি ॥ জুড়ী উপজেলার ফুলতলা বিওপির টহল সদস্যরা ১ মে রোববার সকালে ২৮ বোতল ভারতীয় অবৈধ মদ আটক করেছে।
৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজার সুত্রে জানা গেছে, ফুলতলা বিওপির টহল কামান্ডার নায়েক ফিরোজ এবং নায়েক এমদাদে নেতৃত্বে রোববার সকালে সীমান্তের মেইন পিলার-১৮২৭/১০ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালবাড়ি ইউনিয়নের ডাকটিলা নামক স্থানে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ আটক করেন। যার সিজার মূল্য ৩৮,২৫০ টাকা ।
মন্তব্য করুন