জুড়ীতে ৪১২ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট ফরিদ মিয়া গ্রেপ্তার

August 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার জাংগীরাই কালী মন্দিরের এলাকায় থেকে ৪১২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ, মাদক সম্রাট ফরিদ মিয়াকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
১৯ আগষ্ট বৃহস্পতিবার গোপন তথ্য ভিত্তিতে, পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এর নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপি জাংগীরাই গ্রামের ছাদিক মিয়ার ছেলে মোঃ ফরিদ মিয়া (৩১) মাদক ব্যবসায়ী ফরিদ সীমান্তবর্তী এলাকা জুড়ী থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় ও বিতরণে লিপ্ত থাকে। দীর্ঘ দিন হতে আইনের চোখে ফাঁকি দিয়ে মাদকের সাথে জরিয়ে ছিল। তার কর্মকান্ড অব্যাহত থাকায় যুব সমাজ ধ্বংরে পাশাপাশি উঠতি বয়সীরা মাদক সেবনে লিপ্ত হতে থাকে।
জুড়ী থানায় মামলা নং ৭, ২০ আগষ্ট তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এর ধারা ৩৬ (১)এর টেবিল ১০(ক)/৪১, দায়ের করা হইল। শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এর সত্যতা স্বীকার করেছেন এবং মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com