জুড়ীতে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
December 7, 2016,
কুলাউড়া অফিস॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি ৪ ডিসেম্বর রোববার ভোরে সীমান্তের অভ্যন্তর এলাকা থেকে ৫৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটেলিয়ন সুত্রে জানা গেছে, ফুলতলা ক্যাম্পের নায়েক মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১৮১৮নং মেইন পিলারের প্রায় সাড়ে ৩ কিলোমিটার অভ্যন্তরে সাগরনাল চা বাগানে অভিযান চালানো হয়। এসময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৫৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেন। যার সিজার মূল্য ৮১ হাজার টাকা।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবির জানান, উদ্ধারকৃত মাদক মৌলভীবাজার কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
মন্তব্য করুন