জুড়ীর বড়ধামাইয়ে জুয়ার আসর
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী বড়ধামাই গ্রামের মনিপুরি বস্থিতে জমজমাট জুয়ার আসর শূরু হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত জুয়ারিরা এখানে ভিড় জমায়। ওই এলাকার জনৈক্য ব্যাক্তি তার বাড়ীতে প্রতিদিন জুয়ার আসর বাসায়।
উক্ত জুয়ার আসরে জুড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে জুয়ারিরা ওই আসরে নিয়মিত জুয়া খেলে থাকে। জুয়া খেলাকে কেন্দ্র করে মাঝে মধ্যে জুয়াড়িদের মধ্যে সংঘর্ষ বাধে। জুয়ারীরা প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। জুয়ার আসরটি চলতে থাকলে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘঠতে পারে। অভিলম্বে জুয়ার আসরটি বন্ধে এলাকার সচেতন মহল প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের সাথে যোগযোগ করা হলে তিনি তদন্ত করে জুয়ার আসরটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
মন্তব্য করুন