জুড়ী উপজেলায় করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী মানিক মিয়ার দাফনে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি

August 11, 2021,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মানিক মিয়া (৬৫)। তিনি উপজেলার জায়ফরনগর গ্রামের বাসিন্দা ছিলেন। করোনা আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর খবর শুনে ও প্রবাসে থাকায় বাবার শেষ যাত্রায় সাথী হতে পারেননি সন্তান এমদাদুল হক বাবর।
পারিবারিক সূত্রে জানা যায়, মানিক মিয়া অসুস্থ থাকায় ৪ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা শারীরিক অবস্থা ভালো হলে তাকে ৯ আগস্ট সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হয়। ১০ আগস্ট সকালে তাঁর করোনা পজিটিভ ফলাফল আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনরাত ১১.৫০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দাফন-কাফনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কোভিড -১৯ দাফন-কাফন ও সৎকার টিমের টিম লিডার আশরাফুল খান রুহেল, টিম মেম্বার তিতুমীর আহমদ, মোহাম্মদ সুমন, জুড়ী উপজেলা সহকারী টিম লিডার অমিত আল হাসান, টিম মেম্বার তানভীরুল ইসলাম, মনাফ মিয়া, বড়লেখা উপজেলার টিম লিডার হেলাল আহমদ, সহকারী টিম লিডার ফরহাদ আহমদ ফাহিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com