জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা
জুড়ী প্রতিনিধি॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ২য় বারের মত শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হওয়ায় ২৬ মে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কৃত করা হয়। তারই অংশ হিসেবে ২৮ মে শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে স্থানীয় ভাবে সদস্যদের মধ্যে সম্মাননা স্বারক বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম। সাধারন সম্পাদক ভাগ্য লাল দের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খুশি, গোপাল চন্দ্র ধর, সদস্য বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, হাজী লাল মিয়া, ইমরুল ইসলাম, প্রতিভা রানী ও সাংবাদিক সাইফুল ইসলাম সুমন। উক্ত সভায় দুদক থেকে প্রাপ্ত পুরস্কার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যদের মধ্যে বিতরন করা হয়।
এদিকে ১৯ মে ২য় বারের মত শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হওয়ায় জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির তাজুল ইসলাম, আব্দুস শহীদ খুশি, ইমরুল ইসলাম ও সাইফুল ইসলাম সুমনের হাতে ক্রেষ্ট, সনদ পত্র ও পুরস্কার তুলেদেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামিরিটাস অধ্যাপক প্রফেসর ড. আনিসুজ্জামান ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অপর দিকে ২০১৫ সালের ৩০ মার্চ জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম ও সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের হাতে প্রথম বারের মত শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল¬্যাহ আবু সায়ীদ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রাক্তন চেয়ারম্যান বদিউজ্জামান।
মন্তব্য করুন