জুড়ী উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদকের পিতার মৃত্যু
May 17, 2020,
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জুড়ী সংবাদদাতা কামরুল হাসান নোমানের বাবা কুলাউড়া সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রহমান আর নেই।
রোববার সকাল ৭টা ৩০মিনিটের সময় উপজেলার প্রহল্লাদপুরস্থ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
রোববার দুপুর আড়াইটায় জায়ফরনগর হযরত শাহখাকী (র.) ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জীবদ্দশায় তিনি জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ও জায়ফরনগর মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন।
মন্তব্য করুন