জুড়ী কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা
জুড়ী প্রতিনিধি॥ ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় হুকুম দাতা তারেক জিয়ার গ্রেফতারের দাবীতে ২১ আগস্ট রোববার জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুর”ত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিন করে এসে বিজিবি ক্যাম্প ত্রিমূহনীতে এক পথ সভার মধ্য দিয়ে সমাপ্তি হয়।
পথসভায় জুড়ী তৈয়বুন্নেসা খানম একাডেমী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সেখর”ল ইসলামসহ জুড়ী কলেজ ছাত্রলীগ নেতা রিয়াদ, মিজান, জাইদুল, ইকবাল, বাবর, জুয়েল।
পথসভায় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটাই দাবী দেশরতœ, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে হত্যার জন্য তারেক জিয়ার মদদে পরিচালিত গ্রেনেড হামলার মামলায় অতিবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতাধীন আনা এছাড়া এই গ্রেনেড হামলার সাথে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা।
কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ তাঁর বক্তব্যে বলেন জুড়ী কলেজ ছাত্রলীগ জুড়ী উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর নির্দেশনা মোতাবেক সব ধরনের আন্দোলন সংগ্রামে অতীতকালে যেমন ছিল তেমনিভাবে এখনো আছে ভবিষ্যৎতে ও থাকবে বলে পথ সভার সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন