জুড়ী নদীতে মায়ের সাথে নদীতে গোসল করতে গিয়ে ছেলের মৃত্যু

May 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের জুড়ী নদীতে গোসল করতে গিয়ে মায়ের সামনেই তার চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। মানসিক প্রতিবন্ধী মায়ের সাথে গোসল করতে গিয়ে মায়ের অসাবধানতায় সায়েম শিশুটির মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, সোমবার ২৪ মে প্রতিদিনের মতো তিনটি সন্তান নিয়ে ওমান প্রবাসী কামরুল আহমদ এর স্ত্রী জোসনা বেগম বাড়ির পাশেই জুড়ী নদীতে গোসল করতে যান। এ সময় মায়ের অসর্তকতায় তাদের বড় সন্তান সায়েম আহমদ পানিতে সাঁতার দিতে থাকে।

কিছুক্ষণ পরে জোসনা বেগমের খেয়াল হলে সায়েমকে খোঁজতে থাকেন। ছেলেকে না পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে নদীর পানিতে একঘন্টা খোজাখুজি করে শিশুটির লাশ উদ্ধার করে। জোসনা বেগম ও তার ছোট বাকি দুই শিশু সুস্থ আছে।

জুড়ী থানার এস আই আব্দুল মান্নান ঘটনাস্থল ঘুরে এসে সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com