জুড়ী নদীর ভাঙ্গঁন আতংক ছড়িয়ে পড়েছে গ্রাম বাসীদের মধ্যে

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের অধিবাসীদের মধ্যে নদী ভাঙ্গঁনে রিতীমতো আতংক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ওই গ্রামের ১৬৬ টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা জুড়ী নদীর তীরবর্তী বেড়ী বাধঁটি বিগত কয়েক বছর থেকে একটু একটু করে ভাঙ্গঁতে শুরু করেছে। সাম্প্রতিক বন্যায় খরস্্েরাতা নদীর ভাঙ্গঁন প্রকট আকার ধারন করায় তাদের যাতায়াতের রাস্তাটি নদী গর্ভে বিলীন হবার পর তাদের ঘড়বাড়ী-ভিটেমাটি হারানোর আশংকায় গ্রামবাসীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায় পশ্চিম শিলুয়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজির উদ্দিনের বাড়ীর পশ্চিম সীমানা হতে পশ্চিম মুখী আব্দুল হামিদের বাড়ী পর্যন্ত জুড়ী নদীতে মারাত্মক ভাঙ্গঁন আরম্ভ হয়েছে। সাম্প্রতিক সময়ে আজির উদ্দিনের বাড়ীর পশ্চিম হতে আব্দুল হামিদের বাড়ী পর্যন্ত নদীর উত্তর পারে মারাত্মক ভাঙ্গঁন আরম্ভ হওয়ায় যে কোন মুহুর্তে এই ১৬৬ টি পরিবারের বাড়ী-ঘড় সম্পূর্ন ভাবে নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ফলে ওই স্থানের বাসীন্দারা আতংকের মধ্যে দিনাতিপাত করছেন।
ওই গ্রামের বাসীন্দা দুলাল মেম্বার, মো: আলাউদ্দিন, মো: গিয়াস উদ্দিন, সামছুল ইসলাম, মো: জলিল মিয়া, মো: জয়নুল ইসলাম, মো: বদরুল ইসলাম সহ আরো অনেকেই জানান, জরুরী ভিত্তিতে জড়ী নদীর ভাঙ্গন কবলিত অংশে ব্লক নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে স্থানীয় সংসদ সদস্য হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিনের নিকট দরখাস্ত নিয়েগেলে তিনি (হুইপ) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুড়ীকে সত্ত্বর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। হুইপের নির্দেশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীদের দাবী গ্রামের ১৬৬ টি পরিবারের বাড়ী-ঘড় রক্ষা করতে হলে কালক্ষেপন না করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনি আশু পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করুন