জুড়ী নিউজ ফাউন্ডেশনের উদ্যোগে সিলিং ফ্যান প্রদান

July 31, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার প্রথম অনলাইন পত্রিকার “জুড়ী নিউজ ফাউন্ডেশন” কর্তৃক পশ্চিম বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। ৩০ জুলাই শনিবার সকাল ১১ টায় পশ্চিম বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে সিলিং ফ্যান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি, বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান,

Juri-30-(2)উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক ও জুড়ী নিউজ ফাউন্ডেশনের সম্পাদক আল আমিন আহমদ এর উপস্থিতিতে বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছালাম ও প্রধান শিক্ষক আব্দুল মালিক হাতে ১টি সিলিং ফ্যান তুলে দেন। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জইন উদ্দিন, সদস্য মোস্তফা আহমদ খান, শিউলী বেগম ও প্রথম আলো প্রতিনিধি ও জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সম্মানীত সদস্য কল্যাণ প্রসূণ চম্পু। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের উপদেষ্ঠা হারিস মোহাম্মদ, সভাপতি মোঃ তাজুল ইসলাম, সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সম্পাদক শামীম আহমদ, অর্থ ও দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, ব্যবসায়ী তোফাজ্জুল হোসেন কামাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com