জুড়ী নিউজ ফাউন্ডেশন উদ্যোগে এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খালের মুখ নয়া বাজার হাজী ছমির উদ্দিন হাফিজিয়া কওমীমাদ্রাসা ও এতিমখানায় জুড়ী উপজেলার প্রথম অনলাইন পত্রিকার“জুড়ী নিউজফাউন্ডেশন” কর্তৃক ২২ জন এতিম ছাত্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পাতিবার ৪ আগষ্ট ৫ টায় খালের মুখ নয়া বাজার হাজী ছমিরউদ্দিন হাফিজিয়া কওমীমাদ্রাসা ও এতিমখানার অফিস কক্ষে জুড়ী নিউজের নির্বাহী সম্পাদক ও জুড়ী নিউজ ফাউন্ডেশনের সম্পাদক আল আমিন আহমদ এর সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী যুবলীগ নেতা আমির হোসেন আমু, ব্যবসায়ী হেলাল উদ্দিন, তোফাজ্জুল হোসেন কামাল, খালের মুখ নয়াবাজার হাজী ছমিরউদ্দিন হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল হামিদ, সেক্রেটারি মোঃ জালাল উদ্দিন, ক্যাশিয়ার মোঃ হারিস উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম,হাজী আব্দুল মতিন,শিক্ষক আব্দুল মালিক,মাওলানা নাজিম উদ্দিন,হাফিজ মোঃ আবিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আহমদ হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন