জুড়ী প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

May 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু।
শুক্রবার ২১ মে সন্ধা ৬ টায় প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন,কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম,জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,পঃজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, উপজেলা যুবলীগ নেতা ফয়সল মাহমুদ,ইকবাল খান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি এম রাজু আহমদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান,এশিয়ান টিভির প্রতিনিধি সায়েম জাফর ইমামী,সমকাল সংবাদদাতা মো বেলাল হোসাইন, বজ্রকণ্ঠ প্রতিনিধি শাহ আলম, সালমান আহমদ প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু সহ নেতৃবৃন্দ ফুলতলা হযরত শাহ নিমাত্রা (রঃ) মাজার মসজিদে জুম্মার নামাজ ও মাজার জিয়ারত করে স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে সাবেক এমপি মরহুম তৈমুছ আলীর কবর জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com