(ভিডিওসহ) জেলা আওয়ামীলীগ মুজিব বর্ষে গাছের চারা রোপন করেছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন মুজিব বর্ষ উপলক্ষে পৃথকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসুচির গ্রহণ করেছে।
২৫ জুলাই শনিবার দুপুরে কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েবসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি নেছার আহমদ এমপি বলেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির নির্দেশে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সারাদেশে ন্যায় বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও সহযোগীসংগঠন গাছের চারা রোপন করছে।
মন্তব্য করুন