জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক
October 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার থানাধীন সিন্দুরখান ইউপির অন্তর্গত বেলতলী টু মন্দিরগাঁওগামী জামালের ভূষিমালের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১০২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক করা হয়।
২৬ অক্টোবর মঙ্গলবার মৌলভীবজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান নির্দেশনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালানো হয়।
আসামীর নাম গিয়াস উদ্দিন (২৮), পিতা- মৃত নাজিম উদ্দন, সাং- বেলতলী (সিন্দুরখান ইউপি) থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হইতেছে।
মন্তব্য করুন