জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

June 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে রাজনগর থানাধীন টেংরা বাজারের পূর্ব পাশে ইলাশপুর এলাকার অরুনী করাত কল (স-মিল) এর সামনে থেকে ৫০ পিস ইয়াবা সহ শিপাউর রহমান শিপন(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার মাদক কারবারি শিপাউর রহমান শিপন কুলাউড়া থানার গোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে লিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
সোমবার ২০ জুন মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল রাজনগর থানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com