জেলা পরিষদের উপ-নিবার্চন ও ইউনিয়ন নির্বাচনকে পুলিশের বিশেষ মহড়া

October 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নিবার্চন ও ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের সমাজবিরোধী কাজ এবং নাশকতা এড়াতে পুলিশের বিশেষ  মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর বিকেলে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নেতৃত্বে মহড়াটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল উপজেলায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কমর্কতার্সহ পুলিশ সদস্যরা।

মহড়ায় মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান,মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাথে ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com