জেলা প্রশাসকের সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

May 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রু আর মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
২৪ মে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে অস্ট্রেলীয় হাইকমিশনার জেরিমি ব্রু আর ও তার সহধর্মিণী ক্যাথেরিন হেরিংটন এবং ফার্স্ট সেক্রেটারি কেট স্যাংস্টার উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সরকারের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে জেলা প্রশাসক অস্ট্রেলিয়ান হাইকমিশনারের অবগতির জন্য মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। সেই সাথে মৌলভীবাজার জেলার চা শিল্প ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, জেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্প নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে জেলা প্রশাসক অতিথিদের জেলার ব্র্যান্ড বুক স্যুভেনির হিসেবে তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com