জেলা প্রশাসনের ৬ এপ্রিলের মোবাইল কোর্ট : অর্ধ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

April 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ কোবিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে গণপরিবহন চলাচলে নিয়ন্ত্রণ, মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে মৌলভীবাজার শহরের কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অর্ধ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার ৪’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৬ এপ্রিল মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা ও বেজবাড়ি মোড়ে দিনে এবং সন্ধ্যার পর স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অর্ধ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার ৪’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মৌলভীবাজারবাসীকে আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা ও অনুরোধ জানানো হয়। পাশাপাশি করোনা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com