জেলা প্রশাসনের ৮ এপ্রিলের মোবাইল কোর্ট : চার প্রতিষ্ঠানকে জনিমানা

স্টাফ রিপোর্টার॥ কোবিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ, মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে গণপরিবহন চলাচলে নিয়ন্ত্রণ, মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ও সরকার বাজার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আরিফুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চারটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।
৮ এপ্রিল মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মৌলভীবাজারবাসীকে আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা ও অনুরোধ জানানো হয়। পাশাপাশি করোনা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মন্তব্য করুন