জেলা বিএনপির সভাপতি নাসের রহমান সহ অন্যান্যদের উপর হামলার প্রতিবাদে শহরে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার॥ ১১ মার্চ কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি চলাকালে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দীন,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাকনুনুর রহমানসহ ছাত্রদল যুবদল নেতাকর্মীদের উপর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলার প্রতিবাদে মশাল মিছিল বের হয়।
শনিবার ১৮ মার্চ সন্ধ্যায় কলেজে ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপুর নেতৃত্বে মৌলভীবাজার শহরে কসুমবাগ এলাকা থেকে মশাল মিছিল করে মৌলভীবাজার সরকারি কলেজ ও পৌর ছাত্রদল।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহাগ আহমেদ, মুহিবুর রহমান সাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, রাজু আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ তপু আলী, মাহফুজুর রহমান রাব্বি, জুবায়ের আহমেদ জুবেদ, জামিল আহমেদ তানভীর, হুমায়ুন খান, মুনিম আহমেদ, মুন্না আহমেদ, আনোয়ার ইসলাম,ওমর সানী প্রমূখ।
মন্তব্য করুন