জেলা যুবলীগ সভাপতি নাহিদ-সম্পাদক সুমন নির্বাচিত
ওমর ফারুক নাঈম॥ একযুগ পর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়ে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক নাহিদ আহমদ ও সম্পাদক পদে সৈয়দ রেজাউর রহমান সুমন বিজয়ী হন।
বৃহম্পতিবার ৪ মে সন্ধ্যার পর কাউন্সিল শুরু হলে ৩’শ ২১ জন কাউন্সিলরের মধ্যে প্রায় ৮০ ভাগ ভোটারের সমর্থন পেয়ে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক নাহিদ আহমদ ও সম্পাদক পদে সৈয়দ রেজাউর রহমান সুমন বিজয়ী হন। ভোট গণনা শেষে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দুই বিজয়ী কে বিজয়ী ঘোষনা করেন। তবে প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রকাশ করেননি।
বেলা ১১টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিল হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় নির্বাচন। সকাল থেকে পৌর মিলনায়তনে আয়োজিত সম্মেলনে জেলা যুবলীগ সভাপতি মো ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার-২ আসনের সদস্য আবদুল মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন