জোড়া লাগানো জমজ সন্তানের মৃত্যুতে মৌলভীবাজার জেলা পুলিশের শোক ও দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশ জোড়া লাগানো জমজ সন্তানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে।
শোক বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, গত ৫ মে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট মেডিকেল হাসপাতালে জুয়েল-তাহমিনা দম্পত্তির ঘরে জন্ম নেয়া জোড়া লাগানো জমজ সন্তানদ্বয় ১৯ মে রাত অনুমান সাড়ে ৯ ঘটিকায় ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তাদের মৃত্যুতে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
পৃথক ভাবে জেলা পুলিশের পক্ষে থেকে জানানো হয়, ইতোপূর্বে নবজাতকদ্বয়ের সু-চিকিৎসার জন্য বিভিন্ন মহলের নিকট সাহায্য চাওয়া হয়। জোড়া লাগানো নবজাতকদ্বয় মৃত্যুবরণ করায় তাদের চিকিৎসার জন্য বর্তমানে আর কোন সাহায্যের প্রয়োজন নেই। এ অবস্থায় সর্বমহলের অবগতির জন্য আরও জানানো হয়, জোড়া লাগানো শিশুদ্বয়ের চিকিৎসার জন্য তার পিতা জুয়েল আহমদ (২৫), পিতা-মৃত খোরশেদ আলম, গ্রাম-সিংড়াউলী, ইউপি-শমসেরনগর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার (মোবাইল-০১৭৮৩-৯৪৮৯৫১) এর সঞ্চয়ী হিসাব নং-১২৮৪-১০১-১৯৩৯৬০, পূবালী ব্যাংক, শমসেনগর শাখা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এর উক্ত হিসাব নম্বরে কিংবা বিকাশ নম্বরে টাকা জমা দেয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।
মন্তব্য করুন