জয়বাংলা সাইকেল শোভাযাত্রা ৫০ কিলোমিটার : একযোগে ১শতটি স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার

March 7, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্বরনীয় করে রাখতে মৌলভীবাজারে জয়বাংলা সাইকেল শোভাযাত্রা-৫০ কি.মি. অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একযোগে ১শতটি স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মু্যৃরাল থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জয়বাংলা সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এতে সরকারী-বেসরকারী প্রতিষ্টান ও সংগঠনের কয়েক শত সাইক্লিস্ট অংশ গ্রহন করেন। সাইকেল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন সড়ক আনন্দ পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। আর দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেছে মৌলভীবাজারবাসী। এছাড়া বিকালে একযোগে ১শতটি স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ নানা অনুষ্টানের আয়োজন করে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com